যে বলে, থাকতে পারবো না তোমাকে ছেড়ে।
সে-ই আগে থেকে যায়, সয়ে যায়, চলে যায় দূরে।
যে বলে, রেখো পাশে হাতে হাত ধরে।
সে-ই হাতটি ছেড়ে দেয়,বলে দেয় মুখের উপর ভুলে যাও মোরে ।
যে বলে, আমি শুধু তোমার।
সে-ই তো মুখের উপর বলে দেয়,আমি তো অন্য কারোর ঘরের ঘরণী। তুমি ত কেবল আবেগের ধরণী।
যে বলে, তোমায় ছাড়া বাঁচব না।
সে-ই তো বেঁচে যায়।সুখে থেকে যায় দুনিয়ার তলে।
আর, অবুঝ সেই শ্রোতা একলা একা। দুমড়ে-মুচড়ে ছন্নছাড়া, জীবনের মানে খুঁজে।