জ্যৈষ্ঠ তুমি বড়ই মিষ্ট, ফুলে, ফলে ভরপুর।
তোমার ধারে শিশু-কিশোরের শৈশব টইটম্বুর।
উত্তাপ তোমার বড্ড বেশি, সাইক্লোন আর জল-বৃষ্টি;তোমার যে খুব প্রেয়সী।
সেদিন এলে ঝড়ের বেশে, আম কুড়ালাম মিষ্টি হেসে।
জ্যৈষ্ঠ তুমি বড়ই মিষ্ট, ফুলে, ফলে ভরপুর।
তোমার ধারে শিশু-কিশোরের শৈশব টইটম্বুর।
কাঁঠাল তলে, মেল-পাকিয়ে।
বসে আছে, ছেলেপেলে।
লিচু বাগানের পাশ ঘেঁষে।
চলে গেলো বরকনে।