আমি বন্দী একলা একা।
পড়ছি অনেক বইয়ে পাতা।
খাচ্ছি বেশ, হচ্ছি মুটা।
লিখছি কবিতা কলম ছোটা।
চলছে করোনা, বন্দী করো না!
আমাদের তুমি মেরো না!
বিশ্বজুড়ে নিস্তব্ধতা।
তোমার কেনো বিলাসিতা?
বিশ্ব জুড়ে খাদ্য সংকট!
কত মানুষ ক্ষুধায় কংকর।
তুমি যদি বার বেড়েছ,
দরিদ্র দেশের হবে ধ্বংস।
মানুষ আজ ঘর বন্দী,
তাদের সাথে করো সন্ধি।
চুপসে থেকো না, ঝাপটে ধরো না।
মানুষ কে তুমি দাও মুক্তি।
দেখাও তাদের, তোমার সমাপ্তি।
তোমার সমাপ্তিতে বিশ্ব পাবে নতুন পৃথিবী....
-১৩-৪-২০২০