রেললাইনের বস্তিবাসী
নাম তাহার বিজলী রানী।
বয়স কম-তো;
সবাই তাই বলতো...
পিচ্চি রানী, বলে ডাকতো।
হাসি টা তাঁর সবসময়ই মুখে থাকতো।
শৈশবের দূরন্ত আভা,
তখন কেবলই শুরু তাহা।
হাসতো, খেলতো, দৌড়ে ছুটত,
আনন্দে হেসে ফেলতো,
কষ্টে সে কেঁদে ফেলতো।
শুনলাম সেদিন,
মেয়ে টি নাকি, মা হতে চললো!
কোথাকার এক বজ্জাত নাকি সম্ভ্রম তার লুটে নিলো।
হাসি খুশী পিচ্চি রানীর
উদরে নাকি আরেক পিচ্চি বাসা বাঁধলো!
তাই তো কবি লিখলো...
বাচ্চাটার ও বাচ্চা হবে!
সমাজ তাঁকে নষ্ট বলে গণ্য করবে!