যদি তুমি ছেড়ে যাও আমায়, আমি নিশ্চুপ হবো,
কিন্তু ভালোবেসে যাব চিরকাল।
যদি তুমি বলো তোমায় আমি আর ভালোবাসি না,
তবে আমি বলবো, কিছু কাল তো ভালোবেসে ছিলে!
যদি বলো দূরে যাও, সরে যাও, আমি বলবো সরে যাব কিন্তু মুছে যাব না, প্রভল ভেগে ধুয়ে যাব না,
আমি নিকৃষ্ট তোমার কাছে কিন্তু, আমি তো উতকৃষ্ট নয়!
আমি নগন্য, কিন্তু জঘন্য নয়,
তুমি বেঈমান আমি বিশ্বাসী এইতো?
ভালো থেকে প্রিয়, শয়ে যাব সকল বেদন, তবে মরে তো যাব না।
তুমি সর্বদা রয়ে যাবে মনে, ভুলে যাব না।