আল্লাহু রাব্বুল আলামিন
আকাশ জোড়া নীল রহমতে,
প্রতিটি প্রাণে তুমি—অদৃশ্য ভালোবেসে।
সূর্যের আলো, জোছনার শীতলতা,
তোমারই সৃষ্টি, অপার করুণা।

বাতাসে বাজে তোমার নাম,
প্রকৃতি জুড়ে ছড়ায় শান্তির ঘ্রাণ।
যেখানে চোখ যায়, দেখি নিদর্শন,
তুমি ছাড়া আর কে আছে, প্রভু সর্বজ্ঞান?

কষ্টে তুমি সহায় হয়ে দাড়াও,
নিঃস্বের চোখে অশ্রু মুছে নাও।
তোমার নামে আছে হৃদয়ে শান্তি,
তুমি ছাড়া তো কিছুই নয়, তুমি আছো বলেই আছি।

তুমি চাইলে উঠে চাঁদ, নামে দিন,
তুমি আল্লাহু রাব্বুল আলামিন।
নতমুখে শুধুই বলি বারবার,
তোমারি প্রেমে পবিত্র আমার সংসার।