সেই ছেলেবেলায়-
তোমার হাতের আঙুল ধরে
কাঁদামাটির স্পর্শে
সবুজ মাঠে করেছি বিচরন
করেছি কতই না সুখে।

তবে কেন আজ হঠাৎ
অভিমানে-
ফেলে আসা অতীত হয়ে
ভূলে যাওয়া স্মৃতিতে
হঠাৎই থামতে হলো তোমাকে।

মাটির পৃথিবী ছেড়ে
চিরতরে জন্য চলে গেলে
চিরবিদায় নিয়ে না ফেরার দেশে।

তুমি চলে গেলে-
দুর আকাশের তারা হয়ে,
তুমি ভালো থেকো
ঐ দূর আকাশে
সৃষ্টিকর্তার পছন্দের মোকাম
জান্নাতুল ফেরদৌসে।

উৎসর্গ:
সদ‍্য প্রয়াত - সাইফুল ইসলাম (বড় মামা)