ভাবছিলেন অবাক হবে না
তবুও অবাক হলেন মাসুদ?
কেমন করে পার হবে সে
অফিস -বাসার রাস্তা
রবিউলের চিন্তা দেখে
অবাক হলেন মাসুদ।
হাসান মারুফ থাকেন গ্রামে
শিশির ভেজা স্বপ্ন বুনে,
শহরে আসেন সুখ ও দুখে
ঘুমের ঘোরে বাসের সিটে
স্বপ্ন সুখের নিড়।
বিদ্যুতের এই আসা-যাওয়া
আর লাগে না ভালো
গল্প-গানের আড্ডা তে আজ
মুখোর ছিল ভালো।
কাঁচের দেয়াল অফিস রুমে
বেজায় লাগে ভালো
নিজেই সাজে মনের সুখে
চিড়িয়াখানার আলো।