অবরুদ্ধ বাংলাদেশ
কাকে বলে ফ্যাসিবাদ,
কাকে বলে স্বৈরাচার?
আর কাকে বলে অবরুদ্ধ সময়।
বাংলাতে যখনই নেমে এসেছে অবরুদ্ধ সময়
তার মুখোমুখি দাঁড়িয়েছে সাহসী ছাত্র সমাজ।
এখানে আজ অসম্মানের উঠেছে ঝড়
অধিকার গুলো আজ
রাষ্ট্রের কাছে বস্তা বন্দি।
রাজপথে আজ আগুনের মিছিল
তবুও আজ সকলেই নিশ্চুপ
উত্তর খুঁজে ফিরি আমি।
কার আছে আজ এমন সাহস,হাতের আঙুল তুলে
রাষ্ট্রের বলিষ্ট ধৃষ্টতার প্রতি নিষ্ঠিত নিভূল?
কোথায়,কোথায় সেই সৈনিক
সত্যের ব্রত আগুন যার গোপন অন্তরে
আমি তো দেখিনি এমন মুখ
বুলেটের বিপরীতে পেতে দেবে বুক
অনাগত সেই মুখের প্রতি শ্রদ্ধা
সে তো মগজে মননে সুসজ্জিত যোদ্ধা।


উৎসর্গ-শহীদ আবু সাঈদ