আজ আর নাই আমার মনে শান্ত ভালোবাসা,
আমি যে আজ শুধু হেলা-খেলা ভ্রান্ত আশা।
আমার মাঝে আর নাই স্বপ্নদের আনাগোনা,
অনেক আগেই হারিয়ে গিয়েছি আমি একা একা।
কত যে পথ খুঁজিয়াছি ফের আসব বলে ফিরে,
হয়নি যে ফেরা শুধু হারিয়েছি ঘুরে ঘুরে।
তাই যেন আজ ফেরার আশাও হয়েছে আমার বানচাল,
কোথায় ঘর বাধবো আবার কোথায় হারাবো কাল।
দেখেছি শুধু স্বপ্ন আর বেধেছি শুধু ঘর,
ঘর স্বপ্ন হয়নি কিছুই হয়েছে শুধু বিচ্ছেদ পর পর।
কবে আবার নতুন করে আশার আলো জাগবে আমার মনে,
কবে আবার ফিরে পাবো সেই স্বপ্নের মাঝে স্বপ্নকে।
কবে আবার আমার ঘরে হবে তোমার আগমন,
কবে আবার তোমায় পেয়ে হবো আমি সরগরম।
আর কত কাল আর থাকবো আমি চেয়ে পথের দিকে,
এবার হোক মধুর মিলন দিবানিশি তোমার সনে।