আমি বাবা হতে চলেছি
এই সংবাদ শোনার পর থেকে...হ্যাঁ তাই
এক অজানা পুলকে আমি বারবার শিহরিত হচ্ছি।
আমি ভেবে পাচ্ছি না যে
অতি সন্তর্পণে আমার স্ত্রীর গর্ভে বেড়ে উঠছে যেই সন্তান
সে কে?
সে কি অন্য কেউ?
নাকি আমারই অস্তিত্বের ভিন্ন রূপ?
বার বার শুধু এই ভাবনা আমার মনে দোলা দিয়ে যায়
আমি তাকে আমার অস্তিত্ব থেকে আলাগ করতে পারি না
যতবারই ভাবি
ততবারই মনে হয়
যেন আমারই নতুন অস্তিত্ব জন্ম নিতে যাচ্ছে
এ যেন আমিই
ধীরে ধীরে বেড়ে উঠছি আমার স্ত্রীর গর্ভে
এ যেন আমার নতুন জন্ম
যতবারই ভাবি
ততবারই মনে হয়
আমার সন্তান
সে তো আমারই প্রতিচ্ছায়া
আমার সন্তান
সে তো আমারই অস্তিত্বের অংশ
আমার সন্তান
সে তো আমারই রক্তের ফোটা
আমার সন্তান
সে তো আমারই দেহের কণা
আমি বাবা হতে চলেছি
যত ভাবি তত আকুল হই
যত ভাবি তত বিস্ময় জাগে
যত ভাবি তত শিহরিত হই
যত ভাবি তত পুলকিত হই
আচ্ছা এটাই কি সন্তানের প্রতি পিতার ভালোবাসা
আমি কি আমার সন্তানকে ভালোবাসি?
নাকি আমি নিজের অস্তিত্বের নবরূপে আনন্দিত?