চোখ মেলে হয় না দেখা
বহুদিনের আকাশে রে
ভুলে গেছি আকাশ দেখা
তোমার চোখে চোখ রেখে।

তোমার চোখ আমার অনন্ত আকাশ
মৃত্যুসম গভীর সমুদ্র-নীল
তীরের খোঁজে ভাসাই জাহাজ
আকাশে উড়াই প্রজাপতি-নীল।

ডুব দেই তোমার চক্ষু সরোবরে
হাতড়ে বেড়াই স্বপ্ন-সুখ
মনের গভীরে সুখ জ্বলে অগোচরে
তোমার চোখে চেয়ে ভুলেছি দুখ।