আমি বিজয় রায়। পিতা শঙ্কর রায়। মাতা রেনুকা রায়। জন্ম ২৮/০৮/১৯৯৪।আমার ঠিকানা ঃ- গ্রাম - আমকোলা, পোষ্ট - গাইঘাটা , থানা - গাইঘাটা , জেলা - উত্তর ২৪ পরগণা , পিন - ৭৪৩২৪৯ , ভারতবর্ষ। মোবাইল নাম্বার - ০৮৬০৯৯০৩৫৪৫ ।
আমি ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাস করেছি। ছোটো বেলা থেকেই আমার কবিতার উপর কেমন যেন একটা টান।বন্ধু সেরকম কেউ নেই। রবি ঠাকুরের ওই গানটাই আমার জীবনের ঘুরে দাঁড়ানোর মোড় - "যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে..."।
জন্মের ৪ মাস পরে বাবা আমাদের ছেড়ে চলে গিয়ে আবার বিয়ে করেন।বাবার মুখটাও এখনো দেখলাম না। মাঝে মাঝে ইচ্ছে করে মরে যাই, আবার ভাবি আমি মরে গেলে আমার অসহায় মাকে কে দেখবে? সে যে আমার মুখ চেয়েই বেঁচে আছে।
সব শেষে একটাই কথা বলি " নারী জাতিকে সম্মান করুন, তাহলে তাদের থেকেও সম্মান পাবেন "।
ধন্যবাদ,
বিজয় রায়