জ্বর আসবে তাই জানলার ফাঁকে
হাত গলিয়ে বৃষ্টির ফোঁটা ছুঁই
কেরাণী-বুকে স্বপ্ন আকাশ ছোঁবে
তবু পাখা মেলবার সাহস কই?

গত জন্মে আলু ছিলাম, এই জন্মেও তা-ই
নাকি আমার কোনো জন্ম বা মৃত্যুই নেই?


ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
১৫ অগাস্ট ২০২১