শীতকাল এলে প্রচণ্ড উচ্ছন্নে যাই
অবহেলায় বাড়ে চুল-দাড়ি-বয়স
খসে পড়া মলিন ত্বকে আয়না, দেখি
তোমার ছায়াও বেড়ে হয় দীর্ঘতর
যেভাবে শেষ রাতে শীতের তীব্রতা বাড়ে।

উত্তরের হাওয়ায় চেনা শিউলির ঘ্রাণ
ফের জেগে ওঠে পুরোনো ক্ষত
শীতের সন্ধ্যের মত জীবন তখন
পরিযায়ী পাখির বুকে দূরবর্তী কষ্ট
কুয়াশা হয়ে আঁকড়ে ধরে, কবিতা
আর ক্ষত লিখি প্রতিবিম্বিত হাহাকারে।


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
৩০ অক্টোবর ২০২২