হতাম যদি তোমার মত একটা নদী
ভরাট বুকে জলের মত দুঃখ সব ভাসিয়ে নেয়া যেত
ছলাৎ শব্দে ধীরে লয়ে নদীর জল বয়
উজানে তার স্বচ্ছ জল ভাটির কষ্টে ঘোলা হয়ে যায়
নদীটি ছিল গ্রীষ্মের এক আদুরে মেয়ের মত
জল বরষার ভাঙনের জোয়ার জীবন কেড়ে নেয়
মোহনায় তার দুরন্ত বুকে করুণ কবির লাশ
চোখের তারায় পাখির স্বপ্ন ভেসে যায় জলস্রোতে
তবুও নদীর কাছে প্রার্থনায় তুমি হতে চাই
জলের তলায় ডুবো পাথরের ভর মেপে দেখতে চাই
ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
২২ মে, ২০২১