০১.
বহু দিন গত হলে হয়ত ক্ষত সাড়ে
তবুও দাগ থাকে চিরস্থায়ী বেদনার
আঘাত পেলে ফের জেগে ওঠে
চাপা পড়া প্রাগৈতিহাসিক হাহাকার।

০২.
বুড়ো অশ্বথের বিষণ্ণ শাখ-পালায়
হাওয়া এসে মৃদু দোলা দিয়ে যায়
চাঁদের আলো নতুন প্রেম জাগায়
ক্ষতও ঢাকে অমাবস্যার অন্ধকার।

০৩.
তারপরও কি সহজ বুদ্ধের জীবন
সব ছেড়ে-ছুঁড়ে সন্ত হওয়া কঠিন
পথ বেঁছে দীর্ঘ যাত্রা বেশ ক্লান্তির-
তবুও পথেই মেলে কাঙ্ক্ষিত নির্বাণ।


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
১২ অগাস্ট ২০২২