নারী, তুমি কি কেবলই নারী, মোলায়েম মাংসপিণ্ড
সুন্দরী হেলেন, মাধুরী, সুচিত্রা, সোফিয়া লরেন
ভেতরে কি তোমার আবেগের নদী, জলের চলাচল
তুমি কি শুধুই প্রতিমা, নিতান্তই সৌন্দর্য্য সচেতন?
তুমি কি নও দশভূজা দূর্গা অথবা মরূর ফাতেমা
স্রষ্টা নও তবুও স্রষ্টার কাছাকাছি তুমিও তো ছিলে
ভুলে গেছো কি তুমি বা তোমরা গর্বের ইতিহাস
নারী, লড়ে কি নাও নি বিধি-শাস্ত্রে স্বর্গীয় সম্মান?
প্রীতিলতা, সেলেনা সানচেজ, জোয়ান অব আর্ক
তুমি কি নও সেই উত্তাল সময়ের বিদ্রোহী অগ্নিমূর্তি
বিপ্লবের উত্তাপে কি গলে গিয়েছিলে মোমের মত
সম্মুখ সমরে কোমল হৃদয় হয় নি কি বজ্র কঠিন?
নও কি লক্ষ্মী বাই, ক্লিওপেট্রা, সুলতানা রাজিয়া
শাঁখা, চুড়ি কি তোমার হয়নি দ্রোহের রক্তে রঞ্জিত
কৌশলী তর্জনীর ইশারায় কি চলেনি রূঢ় পৃথিবী
কাটে নি কি তোমার তলোয়ার শত্রুর অবাধ্য গর্দান?
তুমি কি নও আরতী, তেরেস্কোভা, জুনকো তাবেই
ওই দুর্জয় নীল সাগর, মাথার ওপর বিশাল আকাশ
কিংবা ওই দুরূহ এভারেস্ট নত কি হয়নি কখনও
তোমার নরম পায়ের তলায় কি তারা হয় নি ম্লান?
তুমি কি নও মেরি কুরি, খনা, শকুন্তলা দেবী
আবেগ কি কখনও জিতেছিল যুক্তিকে হারিয়ে
কে বলে তোমাকে পশ্চাৎপদ মগজের বিচারে
জ্ঞানের সাগরে কি হওনি তুমি উজ্জ্বল উদাহরণ?
ফ্রনসেকা কাচ্চিনি, আর্টেমিসিয়া, মায়া অ্যাঞ্জেলো
করুণ তোমার সুরে কি কাঁদেনি ফাগুনের শেষ আলো
বিরান ক্যানভাসে কি ফোটেনি তোমার সাতরঙা কল্পনা
জীবনের গভীরতায় হয়নি কি তোমার কবিতা মহান?
বলো তবে তুমি কে, কী তোমার কুল-বংশ-পরিচয়
তুমি কেবলই কামের দেবী, কবির ছন্দ, প্রেমিকের প্রেম
তুমি কি কেবল নরম রোদ বিকেল, জোছনার মিষ্টি আলো
তুমি কি নও স্রষ্টা ও সৃষ্টি, যুক্তি-আবেগে মানুষ সাধারণ?
ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
২৩ অগাস্ট ২০২১