কালো মানুষের বুকেও ফুল ফোটে, গোলাপ ফুল
লাল টকটকে রক্তের মত ফুল
সেই ফুল সুবাস ছড়ায়, ভ্রমর আসে, পাখি গান গায়
পাখি গান গায় চিৎকার করে, চিৎকার করে বলে-
‘আমি শ্বাস নিতে পারছি না, আমিও বাঁচতে চাই’
হৃদপিন্ড কাটলে ফিনকি দিয়ে লাল কবিতা বয়ে যায়
কালো মানুষের কবিতা টকটকে লাল, খুব ঝাল
মদের মত নয়, ঘামের মত বিকট নোনা স্বাদ
কালো মানুষ ভুলে যায় কালো মানুষের ভুল
কালো মানুষ হাসে, কাঁদে, দুঃখ করে, বিদ্রোহ জাগায়
কালো মানুষ কারও হাত ধরে স্বপ্ন দেখে, দেখাতে চায়
কারও পায়ে আলতা মাখিয়ে দিতে চায় শিউলি ফুল
আহা! কালো মানুষের ভালোবাসা কী ভীষণ ভুল
কালো বুটের তলায় করুণ কণ্ঠ রোজ পিষ্ট হয়
শ্বাস আটকে আসে, ক্রমে চিৎকার থামে
তবুও কালো মানুষ চিৎকার করে, চেঁচিয়ে বলে-
‘ভালোবাসি, সত্যবতী তোমাকে ভালোবাসি’
কালো মানুষও বাঁচতে চায়, ভালোবেসে।
(যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত যুবক জর্জ ফ্লয়েডকে উৎসর্গিত)
সুই নদী, টুনিরহাট, পঞ্চগড়
১৯ জুন ২০২০