ঘুণে ধরা প্রাচীন অনুভূতিগুলো এখনও ফসিল!
ঊষর লালসাগুলো অলীক আশায় সুর তোলে-
অমৃতলোকের খোঁজে দিগ্বিদিক ছড়ায় সুরের নিনাদ।
আগ্নেয়গিরি-স্খলিত লাভা বুক চিড়ে বেড়িয়ে আসে
বর্ষণের মতো, প্রেমের উষ্ণতায় পুড়ে অঙ্গার হয়,
ছাই হয়, তবুও শীত যায় না তৃষার্ত কলেবরে।
অভুক্ত প্রেতাত্মার তীব্র আর্তনাদ নৈশব্দ্য চিড়ে
ভেদ করতে পারে না কাতর বোবা কান্নার দল,
মহাকালের জীবন্ত ফসিল আজও শিশু অখিলে।
তবুও পাপ করবার আদিম রিপু অ-ঋদ্ধ স্বরে
আকুতি জানায়, জেগে উঠবার ব্যর্থ প্রয়াস,
শেষতক পাপ করা হয় না পাতক ফসিলের।
তবুও পাপ করবার আদিম রিপু জাগতে চায়,
ডানা মেলে উড়তে চায় অসিত অন্তরীক্ষের খেচর,
দুরিতের উর্বী ছেড়ে মহাশূন্যের যোজন যোজন দূরে
অরজিত ছায়াপথে বাস করবার প্রবল আকিঞ্চন-
সেখানে জীবন্ত ফসিল লয় ভেঙে বাঁচতে চায়।
নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২০১৮