জীবনানন্দের সেই চটের ব্যাগটার কথা মনে আছে কি?
পৃথিবীর সব মানুষের স্বপ্নে ঠাসা একটা বিবর্ণ চটের ব্যাগ-
সেবার ট্রামের চাকায় পিষ্ট হয়েছিলো, এখন তো রোজ হয়
আর তুমি অধীর কণ্ঠে বলেই দিলে, সকাল হতে কতো দেরি?
আমার প্রাগৈতিহাসিক ইচ্ছে, খুব ভবঘুরে হবো একদিন
এই শহুরে কোলাহল ছেড়ে হঠাৎ সীতা হয়ে বনে চলে-
আমি কোকিল হবো, শ্যামাদের দলে বসে গাইবো সমগীত।
শুনেছি ওখানে শালপাতাদের গা গিরগিটির মতো নয়-
সকালের সবুজ দেহেরে স্বপ্ন বিকেল হলে ধূসর হয় না-
চটের ব্যাগে ভরা আশাগুলো স্বপ্ন হয়ে বাঁচে বাঁচার মতো!
তবে চলো, আমরা কোনোদিন জীবনানন্দের দেশে চ’লে যাই।
নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২০১৮