আরও একটা বছর নিভে গেল
যেভাবে একেকটা দিন চলে যায়
যেভাবে তুমি ও তোমরা সরে যাও
সহস্র আলোকবর্ষ, হাবলের সূত্রের মতো-
মহাবিশ্বের ব্যাসার্ধের চেয়েও কি বেশি
বেড়ে গেছে আমাদের গ্রহান্তরের দূরত্ব!

মহাজাগতিক আয়না কাঁচের-
পেছন ফিরে তাকিয়ে দেখি
আমিও ঘুরছি কক্ষপথে, পৃথিবীর মত
শত মাইল ছুটেও জীবনের সরণ শূন্য!


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
৩১ ‍ডিসেম্বর ২০২২