হতে পারতাম আমিও এক জোনাকি
আলোটুকু সব কেড়ে না নিতে যদি
হয়ত হতাম ফুল, দাঁতরাঙা, জলময়ূর
জলের ওপর গা ভাসানো কলমিলতা
লাল ফড়িং, ভাটফুল কিংবা বৈচিফল
হতাম আমি শরতের মেঘ, বিনয়ী সারস
উদাস দুপুরে বেতবনে এক অচেনা রাখাল
হয়ত হতাম কাজল দিঘির কাজল কালো জল
হতে পারতাম রেলগাড়ি, উটপাখি
জাহাজের তালে পাল্লা দেয়া ডলফিন
অথবা হতাম কাশবনে বালি হাঁসের দল
আমিও হতাম এক দুঃখবোধের কবি
কাব্য রসটুকু সব শুষে না নিতে যদি
সুই নদী, টুনিরহাট, পঞ্চগড়
৩ অগাস্ট ২০২১