যাচ্ছো চলে যাও তবে দুঃখ হবে হোক
ডুবো পাথরে জল শুকিয়ে হোক মৃত্যু উদযাপন

জল-বরষার ভেজা সন্ধ্যে চোখ ভিজুক
গেলাস-বরফে দারুণ দৌত্য, হোক সন্ধি সংগোপন

চেনা সুরে হেমন্ত বিকেলে কুয়াশা নামুক
শতাব্দী শেষে ধান শালিখের চোখে অসুখ
মহামারীর শকুন শুকিয়ে হোক শহুরে কাক
গোপন ব্যথা বৃক্ষ হয়ে নিভৃত ছায়া দিয়ে যাক

রাত গভীরে যদি অস্থির হয় অন্ধ চোখ
ভোরের আলোয় মেঘমল্লার গেয়ে যাক ঈষাণ কোণ

হাতের রেখা শূন্য হয়ে আকাশ হলে হোক
আদিম তারায় সত্যবতী- শিউলিবনের মহাশ্মশান


ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
২২ মে ২০২১