ধার করা শব্দ, ছন্দ, ধার করা সুর
শুধু ভাবনাটা নিজের আছে
প্রকাশে তবু যেতে হয় কল্পনার মতো দূর
অন্য এক করোটির কাছে
ক্লান্ত আঙুল, ধার করা শরীরে মেদ
দৃষ্টির অসারত্ব জেঁকে বসে ধীরে
আমাদের দেয়াল থেকে যায় অভেদ্য
হেঁটে চলে আবেগ ফুটপাথের ভিড়ে
ধার করা প্রেম, দ্রোহ, ধার করা অভিমান
ধার করা পথে চালাই ধার করা সাইকেল
তবু আমাদের লেখা একটা সিনেমার গান
ধার করা জীবনে বাজাই সকাল-বিকেল
ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
১৬ ডিসেম্বর ২০২০