মাধবী সুরে কেন মুরালী কাঁদে
এপারে শুধু শূন্য শ্মশান
ওপারে মোহিনী বৃন্দাবন
যমুনায় দেখো কার ছায়া ভাসে

যে মথুরায় থাকেন রাঁধা
শ্যামের প্রাণ তাতেই বাঁধা
যতই জপো করো নাম তার
চোখের ভেতর অন্য ছায়া

ভাবের ঘরে ভাঙ্গা জানলা
কোন গারদে রাখো তারে
গায়ে পড়া চান্দের আলো
হাতের রেখায় থাকে নারে

ছায়ার তলেই বুদ্ধের ধ্যান
বিরাশি বছর চিতার 'পরে
যে পাহাড়ে মেঘের আসন
আকাশও কি ছুঁয়েছে তারে



নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২৭ মে ২০২৩