আমি এক বিস্মৃত ইতিহাস
বেজান পৃষ্ঠায় আছি, নেই স্মৃতির আনাগোনায়
চর্চিত হইনি সহস্র ইস্যুর ভীড়ে, চর্বিত চর্বনে
হত্যা, খুন, গুম, ধর্ষণ, লোপাট হওয়া ব্যাংকের চাপে
আমি এক নিভৃতচারী ক্যাকটাস
হা করে থাকি জোর করে বেঁচে থাকার চেষ্টায়
পুরোনো মলাটের ভাঁজে ক্রন্দসী অক্ষরমালা দেখে-
বৈশ্বিক উষ্ণতা, গলে যাওয়া বরফ, বাস্তুহারা পেঙ্গুইন
সাড়ে সাত তলায় এখন বসত করে মরূঝড়ের বেদুইন
অথচ জীবন ছিল শিশিরেরও, এখন মৃত জল
স্থির অথবা চৈত্রের হাওয়ায় বিলীন, অচল
ভেবে দেখ, হৃদয়ের রাঙা পোস্টারের মধ্যভাগে
আমার নামেই লেখা হতো উজ্জ্বল শপথ
ফাগুনের উত্তাল মিছিল হয়ে হাঁটতাম রাজপথ
ভুলে গেছো কি আমাদের যৌথ সংগ্রাম?
ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
৩ মার্চ ২০২১