ধরো, এইখানে স্বর্গ-বেহেস্ত নাই কোনো
খুব সহজ, একবার ভাবতেই তো পারো
পায়ের নিচে নাই দোযখ-নরকের ভয়-ডর
ফকফকা আকাশটাই ঘোরে মাথার ওপর
ভেবে দেখো, এই রকম একটা পৃথিবীতে
মানুষেরা সব এখানে বাঁচার জন্যেই বাঁচে।
মনে করো, দুনিয়ায় রাষ্ট্র নাই কোনো
খুব জটিল নয় কিন্তু যদি একবার ভাবো
খুনোখুনি নাই, এখানে হানাহানিও নাই
ধর্ম নাই বলে ধর্ম নিয়া টানাটানিও নাই
ভেবে দেখো, এই রকম একটা পৃথিবীতে
মানুষেরা সব এখানে বাঁচে বাঁচার আনন্দে।
এইখানে নাই কোনো জোর-দখল ধরো
এমন তো তুমি একবার ভাবতেই পারো
কাড়াকাড়ি নাই, ক্ষুধা নাই কারো পেটে
ভাই-বেরাদর ছাড়া আর কিচ্ছু নাই তাতে
ভেবে দেখো, এই রকম একটা পৃথিবীতে
মানুষেরা এখানে বাঁচে ভাইচারার আনন্দে।
বলতেই পারো, জেগে জেগে দেখি স্বপন
এইখানে কিন্তু আমি আর একা নই এখন
যদি চলে আসো তুমিও আমাদের দলে
পৃথিবীটা একদিন আবার সমান্তরাল হবে।
John Lennon এর গান Imagine অবলম্বনে…
ফুলতলা, পদ্মানদী
রাজশাহী
২৭ জানুয়ারি ২০২১