এই অজ-পাড়াগাঁয়ের বুক চেরা সর্পিল রাস্তায়
এখানে ভালোবাসা আছে
স্বপ্ন জাগানিয়া উঠোন জুড়ে ছড়ানো মুগের গুটি দানায়
ছাতিমের ডালে মুনিয়ার নীড়ে দুটি ছানার কচি ডানায়
সন্ধ্যের কাক হয়ে উড়তে থাকা এক নিভৃত কুয়াশায়
কিষাণ বধুর ঘাম জড়ানো কামুক-কালো নাকের ডগায়
লাল ফড়িংয়ের ভাঙা ডানা পদ্মবিলের কলমি লতায়
কাজলদীঘির কালো জলে সাপ-সাপিনীর আদিম খেলায়
আষাঢ়ের প্রথম বৃষ্টির ফোঁটা কৃষকের লাঙলের ফলায়
দুলফি ফুলের লোভে ছুটে আসা ক্লান্ত মৌমাছির পাখায়
ভাঙ্গা ইশকুল বাড়ির ভেতর পুরোনো টিনের দরজায়
ভুতুরে অশ্বথ, বাবলা, শিমুল, বাঁশ, বট, তেঁতুলের তলায়
তোমার-আমার জন্মের বহু প্রাচীন এই অজ পাড়াগাঁয়
এখানে ভালোবাসা আছে

তবু করুণা নেই, প্রেম-প্রীতি নেই, এখানে নেই মমতা
এই বিরাট শহরের বুক জুড়ে ছুটে চলা গাড়ির চাকায়
ব্যাঙের ছাতার মত গজানো সাততলা দালানকোঠায়
ব্যস্ত জনস্রোতের পদভারে ক্লিষ্ট পিচের কালো রাস্তায়
রঙীন স্বপ্ন দেখানো অভিজাত সড়ক বাতির তলায়
মৃতদের নগরীতে চেতনার মিছিল আর স্মরণ সভায়
উচুনিচু সংসারে তোমার আমার সাধু-সাধু খেলায়
এখানে ভালোবাসা নেই প্রেমিকার হাতের উষ্ণ ছোঁয়ায়


নির্বাণ, ২২৯/বি
মতিহার, রাজশাহী
২৪ জুন ২০১৯