মরেই তো যাব,তবুও বাঁচার স্বপ্নে বিভোর কেন মন?
সময় নাই বলি মিছেই,এত সময় কোথায় হারায়?
দিন যায় রাত আসে,সপ্তাহ মাস বছর পেরুয়
যুগ ও যাচ্ছে হেলায় হেলায়।
অবহেলায় যাচ্ছে সময়,স্বপ্ন রেখে দূর সীমানায়
জাল বুনেছি ইহ কালের,ভাবনা লুটিয়ে পরকালে র।
নামে মাত্র মানুষ আমি,সৃষ্টির শ্রেষ্ঠ জীব
পশুর মত আচরণ আমার,আমি কত বড় বীর!
বীরত্ব আমার থমকে যাবে,সময় যখন নিঃশেষ হবে
কেও দেখবে না,কেও বুজবে না
আমার মনের আকুলতা,যখন আসবে ওপারের ডাক
আমি তুমি আমরা সবাই,সেই সময়ের অপেক্ষায়।