ভয় নিয়ে বেঁচে থাকে যারা,
যোদ্ধের ময়দানে যায় না তারা।
মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে ভয়,
তবুও একদিন আসে সেই ক্ষয়।

গুরস্থানের নিঃশব্দ ডাকে,
সবাই একদিন সাড়া দেয়।
যোদ্ধা, ভীরু—সবাই যায়,
মৃত্যুর হাতে ধরা দেয়।

ভয় হয়তো জীবনকে থামায়,
তবু মৃত্যু কাউকে ছাড়ে না।
যোদ্ধের মাঠে না গেলেও,
গুরস্থানে সবার শেষ ঠিকানা।