এক সেকেন্ড এর নাই ভরসা
উপারেতে থাকব একা
কেমন করে থাকব সেথায়?
এ জনম কী যাবে বৃথাই?
এ জনমের হিসাব নিকাশ
ও জনমের শান্তি বিনাশ
নাকি হবে সুখের নিবাস?
সেই ভয়েতে আমি হতাশ।
মানুষ আমি ছোট্ট
চিন্তা শক্তি অল্প
তবুও কেনো ভাবায় এত?
আমার হবে কোন নিবাস?