জেগে জেগে দেখা হাজার স্বপ্ন আমার
পূরণ নাহি হল আজও স্বপ্ন গুলোর দুয়ার
ঘুমিয়ে দেখা স্বপ্ন গুলো ছিল বুজি ভাল!
তবুও বলি স্বপ্ন দেখা ভাল।
ছিলাম একদিন ছোট শিশু,দেখেছিলাম নানান স্বপ্ন
পথ খুঁজে পাওয়া হল না,কোনটা ছিল আসল জেগে দেখা স্বপ্ন?
গান শুনলে মনে হত হব বিরাট শিল্পী
খেলা দেখলে মনে হত খেলোয়াড় হলে দুষ কি!
অসুখ হলে মনে হত হব আমি ডাক্তার
প্রযুক্তি দেখে মনে হত হব আমি ইঞ্জিনিয়ার
কোনটা আসল, কোনটা নকল?
বুজলাম না আমি আজও
তবুও বলি স্বপ্ন দেখা ভাল।
স্বপ্ন নিয়ে বেচে আছি,স্বপ্ন নিয়েই জানি মরব
তবুও বলি স্বপ্ন দেখা ভাল।
কিসের অতীত, কিসের ভবিষ্যৎ?
দেখলে স্বপ্ন বর্তমান টা থাকে ভাল
তাইতো আমি আবারো বলি স্বপ্ন দেখাই ভাল।