চোখ দুটোতে বড্ড ঘুম পায়
ঘুম কিন্তু পালিয়ে বেড়ায়।
শূন্য চোখে শুধু তাকিয়ে রয়
পলক সেও যেন কোথায় হারায়?

সময় এত দ্রুত চলে যায়
চোখের পলকের চেয়েও গতিময়
হতাশ হওয়ায় ব্যস্ত ভিতরটায়।

আলোর মাঝেও অন্ধকার দেখায়
মাঝে মাঝে সব কিছু স্বপন মনে হয়।
মানুষ গুলো কেমন যেন?
কী যেন ভাবনায় সবাই ব্যস্ত?