এই নেই, সেই নেই, নেই শুধু নেই,
তবু আছি বেঁচে, তবু তো রই।
দুঃখের ধারা বয়ে যায় প্রাণে,
তবু সূর্য ওঠে নতুন প্রভাতে।
নেই যে মনের তরে কাঙ্ক্ষিত সুখ,
নেই বুকে বাঁধা পূর্ণতার বুক।
তবু শুক্রিয়া, প্রাপ্তির মাঝে,
নেই নেই-এর মাঝে আছে যে কিছু সাজে।
নেই হয়তো সবার মতো স্বপ্নের দোর,
নেই পাখির মতো মুক্ত আকাশ ভোর।
তবু জীবনটা নিজেরই করে,
শুক্রিয়া জানাই খুশির ক’টি ভোরে।
নেই নেই বলে দিন কেটে যায়,
তবু আকাশে চাঁদ খেলা দেখায়।
নেই-এর মাঝে এই প্রাপ্তি খুঁজে,
শুক্রিয়ায় ভরে মন, ছন্দের পুঁথি গড়ে।