সঞ্চয়ের আশায় জীবন গেল ফাঁকা,
স্বপ্নের রঙ যেন শুধুই ধূসর আঁকা।
কালের কোলে রেখে শৈশবের গান,
তারপরো চলেছি সঞ্চয়ের টানে অমানিশায়।

রাত্রি শেষে ভোরের আলোতে,
আবছা ধোঁয়া ঢেকে দেয় চাওয়ার মর্মে।
দিনের পরে দিন যায় এই আশায়,
যেন একদিন মুছে যাবে সব সংশয়।

জীবনের ক্যানভাসে রঙ ধরাতে চেয়েছি,
তবু কেন যেন একটুখানি থেমেছি।
সঞ্চয়ের নামে বুনেছি ফাঁদ,
আবেগের শিকড়গুলো কেটে দিয়েছি সাদাসিধা কাদায়।

কত শত রাত গেছে নির্ঘুমে,
তবু শেষ হয়নি সঞ্চয়ের এ তৃষ্ণা বুকে।
হয়তো সঞ্চয় করতে গিয়ে ভুলি,
জীবনের রঙিন স্বপ্নের ওই বকুলি।

বন্ধুর পথে হাঁটতে গিয়ে একা,
সাথী সঙ্গহীন, যেন বাঁচার অভিলাষ রেখেছে মেকা।
সঞ্চয়ের ঘরে সব সঞ্চয়ই আজ,
তবু হৃদয়ে যেন রয় অশান্তির কাঁজ।

কোথায় সেই সুখ, কোথায় সেই শান্তি,
শুধু সঞ্চয়ের মাঝে কি নেই কোনো প্রাপ্তি?
জীবনের সবটুকু দিতে চেয়েছি সঞ্চয়ে,
তবু যেন কিছুটা হারাই প্রতিটা প্রহরে।

আজ ভাবি, সঞ্চয় কি বাঁচার মানে,
নাকি জীবনকেই হারিয়ে যাই এই মিথ্যে ভানে?
স্বপ্ন আর আনন্দের মধ্যে লুকায়িত ব্যথা,
তাইতো সঞ্চয়ের মাঝে মেলে না পরম তৃপ্তির কথা।