ছেড়ে সকল সম্পদের মায়া,
মুক্ত করো অন্তরখানা,
শুধু তোমার নয় যে কিছু,
সবই শেষে হবে ফানা।
স্বর্ণ রূপা কত নিয়েছ,
থাকবে কেবল ধূলির ঘরে,
চিরদিনের বন্ধন ত্যাগে
হৃদয় তোমার মুক্ত হবে।
যত আসুক সোনার পাহাড়,
লোভে গড়া গহীন সাঁকো,
থাকে না তো চিরকাল কেউ,
সবই ফুরায় মরার বাঁকে।
সম্পদের এ মায়ায় শুধু
মনে আসে ব্যথার ভার,
ছাড়তে শেখো মোহের টানে,
হৃদয় হবে মুক্তো আর।