সময় নষ্ট করছি, নাকি কাটাচ্ছি
মনের এই দ্বন্দ্বে কেবলই ভাসছি।
যা করি, তা কি শুধু খেয়ালি বাতাস,
নাকি তাতে লুকিয়ে আছে জীবনের সুবাস?
অলস দুপুরে চোখ রাখি শূন্যতায়,
ভাবি, সময় কি শুধুই ভ্রমের ছায়া?
যা গেছে, তা ফিরবে না কখনো আর,
তবু কেন তাকে ভাবি অপচয়ের ভার?
সময় কি নষ্ট হয়, নাকি পথ হারায়?
জীবন কি প্রতিক্ষণে নতুন কিছু চায়?
যে ক্ষণটুকু আছে, তা-ই তো জীবন,
তারই মাঝে খুঁজে নাও বেঁচে থাকার কারণ।
তাই সময়ের হিসাব নয়, করো অনুভব,
প্রতিটি ক্ষণেই লুকিয়ে সুখের রব।
নষ্ট বা কাটানো, সবই তোমার দৃষ্টিভঙ্গি,
সময়ই জীবন, তার সঙ্গেই হোক বন্ধুত্ব চিরস্থায়ী