শিষ্টাচার শেখো তুমি, ছোট বড় সব
মিষ্টি কথায় জাগাও মনে ভালবাসার রব।
আচরণে বিনয় রাখো, সবার প্রতি সম
যত্নে সাজাও জীবনখানি, হোক না ক্ষুদ্রতম।

বড়দের তুমি সম্মান দাও, ছোটদের দাও মায়া
শিষ্টাচারেই রূপ দেখাবে, মানবতার ছায়া।
হাসি মুখে কথা বলো, হৃদয় হবে উন্মুক্ত
শিষ্টাচারে ঘুচে যাবে সকল তমসার মুক্ত।

এভাবেই জীবন হবে শান্তি, হবে প্রেমের ভরা
শিষ্টাচার দিয়েই গড়ো, সুন্দর দুনিয়া সারা।