শিক্ষা হল না শুধু বইয়ের পাতা,
তাতে মেলে না জীবনের কথা।
খাতা-কলমে গাঁথা কিছু শব্দ,
ব্যাখ্যা করতে পারে না হৃদয়ের বৃত্ত।

শিক্ষা হল না শুধুই বিদ্যার পুঁথি,
যেখানে পড়ে যায় অনুভূতির তৃপ্তি।
সত্য শিক্ষা হয় জীবন থেকে,
যা শিখিয়ে দেয় পথে-পথে, রিক্ত থেকে।

শিক্ষা হল না জ্ঞান গঠনের পরিসর,
যা গড়ে তোলে শক্ত হৃদয় অবিচল।
প্রতিটি ভুলে লুকায় নতুন পাঠ,
শিক্ষা যেন জীবন, অভিজ্ঞতার রাত।

জীবনের স্কুলে আমরা সবাই ছাত্র,
শেখার নেই শেষ, রয়েছে পথ মাত্র।
কখনো না থেমে শিক্ষা নিতে হবে,
সত্যের পথ খুঁজে, জীবনে এগোতে হবে।