ধূলিমাখা পথে হাঁটতেন, শান্তির বার্তা হাতে,
তাইফের পথে রক্ত ঝরাতেন, কষ্টের নীরব রাতে।
মক্কার বুকে নির্যাতনে, সহ্য করতেন সব,
প্রিয় রসূল অশ্রু ঝরাতেন, রবের তরে সব।
তাঁর হৃদয়ে দুঃখ ছিল, উম্মতের জন্য,
নিজের তরে কিছু চাননি, ত্যাগে ছিলেন ধন্য।
তৃষ্ণার্তের আহ্বান শুনে, দান করেছেন প্রাণ,
প্রিয় রসূল ত্যাগের পথে, হলেন মহিমান্বিত মহান।
অন্তরে ছিলো প্রেমের ভাষা, শান্তির পরশ ঠোঁটে,
কষ্ট ভরা জীবন তাঁর, তবু আঁধার টুটে।
তাঁর সেই কষ্টমাখা পথ, আমরা যেন স্মরি,
প্রিয় নবীর ত্যাগের ছোঁয়া হৃদয়ে রাখি ভরি।
কষ্টের মাঝেও আশার আলো, তবু তিনি দেন,
রবের পথে ডাকেন সবাই, শান্তি সবার তরে।
আমরা যেন সেই শিক্ষা ধরি, রসূলের পথে চলি,
কষ্ট ভরা জীবনেও যেন, ঈমানের আলো জ্বালি।