ধনের পিপাসায় অন্ধ মন,
তবু বুঝে না, কোথায় গমন।
সোনা রূপায় জীবন ঘিরে,
তৃষ্ণা তার কি তবু মিটে?

চাহিদার স্রোতে বয়ে চলে,
অর্থের মোহে বাঁধা পরে।
ধন যতই বড় মুকুট দেয়,
তৃপ্তি কি তার হৃদয়ে পায়?

জীবন তার ছুটে অজানা,
চাওয়া-পাওয়ায় মেলে না মানা।
অর্থের প্রাচীর গড়ে শুধু,
মনের খোঁজে থাকলো দুধূর।

শেষের পথ বুঝে সে কাঁদে,
এ ধন কিছুই ধরে না বাঁধে।
শান্তি আসে প্রেমের টানে,
সত্য যে খুঁজে মানব প্রেমে।