পারব না বুঝাতে জীবনের মানে,
প্রতিটা দিন যে অমলিন বানে।
স্বপ্নের ভেলায় ভাসি নিরবধি,
আলো আঁধারের টানাটানি কাঁদে প্রতিনিয়ত।
পাহাড়ের চূড়ায় উঠতে চায় মন,
নামার ভয়েতে থমকে যায় রণ।
জীবন যে এমনই, রহস্য ঘেরা,
একবার মিষ্টি, একবার বিষাক্ত মেলা।
ফুলের গন্ধে মিশে থাকে বেদন,
কাঁটার ছোঁয়ায় লাগে জীবনের ছন্দন।
তবুও হাঁটি পথেরই ধারে,
পারব না বুঝাতে জীবনের মানে!
জীবনকে ধরতে চাও যদি কোনদিন,
দেখবে তা স্রোতের মতো সরে যায় ক্ষণদিন।