কৈশোর শেষে যৌবন এলো, স্বপ্ন নিয়ে ভরা,
তারপর যেন পাল্টে গেলো জীবনের সব ধারা।
মনের ভেতর আনন্দ ছিলো, ছিলো কিছু আশা,
কিন্তু তাতে ভরসা কতটুকু, কে আর রাখে ভাষা!

যৌবন শেষে বার্ধক্য এলো, শরীরে ব্যথার ভার,
সময়টা চলে, সময়ের খেলা, কে আর থাকে তার?
পালাবদল নিয়ম সবার, স্থিরতা তো নাই,
জীবনের এই পথে কেবল পরিবর্তনের ছায়া পাই।

আজ যা আছে, কালকে নেই, পাল্টে যায় সব,
জীবনের পথ অদল বদল, কে বোঝে তার অর্থ।
তবু তাতে নেই থেমে যাওয়া, আছে শুধু চলা,
এই পালাবদল জীবন ঘিরে বাঁধা অমর খেলা।