অতীত সবার ই আছে,ভাল মন্দ দু'টাই
মন্দ টাই যে আসল অতীত,এটাই সবাই বুজে
ভাল অতীত থাকে কী মনে?
না থাকে না,কারণটা কী বলা যাবে?

মানুষ কে আঘাত করবে? কষ্ট দিবে?
দিতে পার খুব সহজে
শুনতে চাও কী করবে?
অতীত কে নিয়ে সমালোচনা কর।
আঘাত না,আরও বড় কিছু হবে।

অতীত গুলো অতীত রাখ,সামনে আন না ভাই
কোন অতীতের কথা বলি,বুজে নিয়ো তাও।
ভাল কিছু অতীত আছে,খুঁজে দেখে যাও
মন্দ গুলো মুছে ফেল,ভাল গুলো যতনে রাখ
যদি প্রকৃত মানুষ হতে চাও।