অস্থীরতা সব আমার মাঝে,
মনের দ্বন্দ্বে ছন্দ বাজে।
মাত্রাবৃত্তে ভাবনার খেলা,
স্বপ্নগুলোও ছেঁড়া বেলা।

অন্তরের ঝড় তুফানে মেশে,
শান্তির খোঁজে মন যে শেষে।
নীরবতা ভেঙে শব্দ আসে,
আলো-আঁধারে দ্বন্দ্ব ফাঁসে।

ভিতরে বাহিরে এক যুদ্ধ চলে,
প্রাণের ভিতর অশান্তি জ্বলে।
ছন্দে ছন্দে খুঁজে চলি পথ,
অস্থিরতাই বেঁধেছে শ্বাসের রথ।