মরন হবে জন্মালে জীব হয়ে
জানে বুজে মানে ও সবাই
ওপারের ডাকে সারা দিয়ে
যাবে ও চলে সবাই।
মৃত্যুর ও আবার প্রকার ভেদ আছে
ভেবে ও অবাক হই
কেও মরে সাধারণ নিয়মে
কেও বা অপঘাতী।
কেও বা মরে কারু হাতে
অনেকে মরে পাপের শাস্তি তে
আজরাইল তো ছাড়ে না কাউকে
স্বাদ নিতে হবে প্রত্যেক প্রান্তে।
অনেকে মরে নিজের হাতে
এমন কী কষ্ট নিয়ে বুকে?
বিদায় দেয় নিজেকে
ধরণীর বুক থেকে।
নিজে নিজে মরে না তো
মারে পরবর্তী প্রজন্ম কে
তাহার মৃত্যুর কারন যখন জানতে চাহে কেও
মাথা নিচু করে মন মরে যায়
উত্তর দিতে গিয়েও।
মিথ্যা বলে যায় না লুকানো
তাহার মৃত্যুর কারন
এত প্রশ্নের উত্তর দেওয়া
মন খারাপ বিশাল বড় কারন!
তাহার ভুলের শাস্তি গুলো
কেন পাবে তাহার প্রজন্মরা?
লজ্জার বেপার এমন মৃত্যু পথে
কেও না যেন যায়।