নিজের অবস্থান সব সময় কন্টক হয়
জীবনটা যেন বড়ই অবসাধময়
রুচি সম্মত কাজ না পাওয়া
জীবন অবসাধময় হওয়ার প্রথম পারা।
পরিবেশটা কেমন যেন, সব কিছুকেই পিছনেই টানে
সামনে নেওয়ার মানুষ কেন নাই?
উৎসাহ যে বড় বেপার,যেকোন কাজকে সফল করার
দাও না কেন কেউ? দাও শুদু খোলে অবসাধের দোয়ার।
আমার দেশের মানুষ গুলো বড্ড পরিশ্রমী
কাজ নেই বলে সবাই এখন বড়ই বিষাদময়ী।
পড়াশোনা করেই বুজি কাজ হয় না পাওয়া
নাকি নিজের মধ্যে ভাবটা জন্মেছে আমি শিক্ষিত জাতি?