ও টাকা, ও নারী, তোমারই ছায়া,
তোমার পিছে দৌড়ায় জীবনের মায়া।
টাকার রঙে রাঙা দুনিয়া সারি,
নারীর প্রেমে জ্বলে মনবাড়ি।
টাকা বলে, "আমায় চাও, আমি দেব সুখ,"
নারী বলে, "আমায় কাছে, ভুলে যাও দুখ।"
তাদের টানে মানুষ মেশে মোহের জলে,
তবু সুখ মেলে না, মনের তলে তলে।
টাকা গেলে সাথ ছাড়ে আপনজন সব,
নারী গেলে শূন্য মনে জ্বলে ব্যথার রব।
তবু কেন দৌড়, তবু কেন ক্ষোভ?
মায়ার এ দুনিয়া, দেয় কেবলই লোভ।
ও টাকা, ও নারী, থাকো সীমার মাঝে,
জীবন যেন হাসে প্রকৃতির সাজে।
মানবতাই আলো, ভালোবাসার মূল,
তোমার পিছে নয়, সত্যেই জীবনের ফুল।