কী লাভ বল পেয়ে ? যখন নেই প্রয়োজন।
বিকেলে দুপুরের ভোজন,শাড়ি ছাড়া বউ যেমন।
প্রয়োজন তাতো সকালে,যখন সূর্য মামা জাগে
বিকাল হলে কী আর সঠিকভাবে কাজে আসে?
ফুলের কড়ি জাগে সকালে,বিকেলে যায় ঝরে
তখন কী আর পানি ঢাললে সে কী আর জাগে?
মিছেমিছি পানি ঢালা সবার কী আর সাজে?
ফুল সেতো ঝরে ই যাবে, গাছ টা ঠিক রয়ে ই যাবে
পরের সকাল যেন না হয় বিকাল, একটু সময় কী হবে?
অবেলা তে সব ভুলে যায়, নতুন সকাল কী আর হবে?
গাছের যতন করতে হবে সকালে আর বিকেলে।
কপালের লিখন যাবে না খণ্ডান,ফুল যদি নাও ফুটে।
মনের ভিতর থাকে বিশ্বাস,থাকে বড় আশা
নতুন ফুলের কড়ি আসবে যদি চায় উপরওয়ালা।